thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

এবার ফেলুদা হচ্ছেন আমির খান

২০১৩ সেপ্টেম্বর ০৯ ২৩:৩৮:৪৪ ০০০০ 00 ০০ ০০:০০:০০
এবার ফেলুদা হচ্ছেন আমির খান
সত্যজিৎ রায়ের একটি অনবদ্য সৃষ্টি ফেলুদা। বলা চলে হলিউডের জেমস বন্ড এবং শার্লক হোমসরা যখন দাপিয়ে বেড়াচ্ছিলো তখনই ফেলুদা হাজির হয় আমাদের সামনে বাংলার গোয়েন্দা হয়ে। এবার সেই ফেলুদাকে দেখা যাবে বলিউডের বড় পর্দায়।

সত্যজিৎ রায়ের একটি অনবদ্য সৃষ্টি ফেলুদা। বলা চলে হলিউডের জেমস বন্ড এবং শার্লক হোমসরা যখন দাপিয়ে বেড়াচ্ছিলো তখনই ফেলুদা হাজির হয় আমাদের সামনে বাংলার গোয়েন্দা হয়ে। এবার সেই ফেলুদাকে দেখা যাবে বলিউডের বড় পর্দায়।

আর তার চেয়েও চমক হিসেবে থাকছে এই ফেলুদার চরিত্রে অভিনয় করার জন্য বলিউড পারফেক্টশনিষ্ট আমির খানকে নির্ধারন করেছে পরিচালক। সব ঠিকঠাক চললে সত্যজিতের ফেলু মিত্তিরের ভূমিকায় রহস্যের জট ছাড়াতে বড় পর্দায় আসবেন আমির খান।

সুজিত সরকার বলনে, “ফেলুদা সিরিজের বিখ্যাত গল্প সোনার কেল্লা তিনি হিন্দিতে বানাতে চান। আর সেখানে ফেলুদার ভূমিকায় তার প্রথম পছন্দ আমির খান। খুব তাড়াতাড়ি তিনি আমির খানের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন”।

এবার যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে বলিউডে ফেলুদার নতুন রসায়ন শুরু হচ্ছে আমির খানের মাধ্যমেই।

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর