thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বগুড়ায় কুটির শিল্পমেলা শুরু

২০১৩ নভেম্বর ২২ ১৩:৩২:০৯
বগুড়ায় কুটির শিল্পমেলা শুরু

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় মাসব্যাপী বস্ত্র, হস্ত ও কুটির শিল্পমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় মেলার উদ্বোধন করেন দৈনিক করতোয়ার সহকারী সম্পাদক যাহেদুর রহমান যাদু। মোহাম্মদ আলী হাসপাতালের সামনে ব্যাংক কলোনি মাঠে সংবাদপত্র ইউনিয়ন এ মেলার আয়োজন করেছে।

এর আগে মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম সাইন, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জাতীয়তাবাদী সংবাদপত্র ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম বকুল, সংবাদপত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বগুড়া সংবাদপত্র ইউনিয়ন সভাপতি মোহন মোল্লা।

মেলায় বস্ত্র, হস্ত, কুটির শিল্পসহ বিভিন্ন পণ্য নিয়ে শতাধিক স্টল বসেছে। এ ছাড়াও শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর