thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘রাজিয়া ফয়েজ ছিলেন গণমানুষের অভিভাবক’

২০১৩ নভেম্বর ২২ ১৩:৫৩:৩৪
‘রাজিয়া ফয়েজ ছিলেন গণমানুষের অভিভাবক’

সাতক্ষীরা সংবাদদাতা : সৈয়দা রাজিয়া ফয়েজ ছিলেন গণমানুষের অভিভাবক। দলমত নির্বিশেষে সব মানুষের কাছে ছিলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার মতো সৎ-প্রজ্ঞাবান রাজনীতিককে হারিয়ে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। একজন নারী হয়েও তিনি রাজনীতি ও পরিবারে যে অবদান রেখেছেন, সেটি আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশের প্রথম নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী সৈয়দা রাজিয়া ফয়েজ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত মরহুমার পরিবারের পক্ষ থেকে আয়োজিত এ সভায় দলমত নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার পৌরপিতা আলহাজ এমএ জলিলের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন, সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ পলাশ প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমার বড় ছেলে ওসমান এরশাদ ফয়েজ ও একমাত্র মেয়ে ফৌজিয়া আলম মুনিয়া।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সাতক্ষীরার নিউমার্কেট মসজিদের ইমাম মাওলানা আব্দুর রব।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সৈয়দা রাজিয়া ফয়েজ (৭৫) ঢাকা ইউনাইটেড হাসপাতালে বাধ্যর্কজনিত কারণে ইন্তেকাল করেন।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর