thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চিকিৎসার জন্য লন্ডন গেলেন মওদুদ

২০১৩ অক্টোবর ১২ ১৩:২৫:৫২
চিকিৎসার জন্য লন্ডন গেলেন মওদুদ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

মওদুদ আহমদের ব্যক্তিগত কর্মকর্তা সুজন আহমেদ দিরিপোর্ট২৪কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মওদুদ আহমদের স্বাস্থ্যগত অবস্থা কিছুটা ভালো। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়েছে। সেখানে আগে থেকেই তার স্ত্রী ও পরিবারের সদস্যরা অবস্থান করছেন।

গত ৬ অক্টোবর হঠাৎ বুকে ব্যথা অনুভূত হওয়ার পর মওদুদ আহমদ পড়ে যান। তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/জেএম/অক্টোবর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর