thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

১৩৬ রানে অলআউট ইংল্যান্ড

২০১৩ নভেম্বর ২২ ১৬:২৩:৫২
১৩৬ রানে অলআউট ইংল্যান্ড

দিরিপোর্ট ডেস্ক : প্রথম ইনিংসে ব্যাটিং দৈন্যতায় বেশি দূর যেতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ১৩৬ রানেই গুটিয়ে গেছে তারা। ইংলিশদের তুলনায় শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৬৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা। এগিয়ে আছে ২২৪ রানে।

আগের দিন ৮ উইকেটে ২৭৩ রান করা অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনে অলআউট হয় ২৯৫ রানে। ৬টি উইকেট নেন ব্রড।

জবাবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার গতিঝড়ে নতজানু হয়েছে ইংল্যান্ড। রায়ান হ্যারিস এবং মিচেল জনসন মিলে ধ্বস নামান ইংলিশদের ব্যাটিং লাইনআপে। দুজনে মিলে শিকার করেন ৭ উইকেট।

দলের ৮২ রানের মধ্যে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের প্রথম সারির ৩ ব্যাটসম্যান কুক (১৩), পিটারসেন (১৮) ও ট্রট (১০)। টপঅর্ডারদের মতো ব্যর্থ হন মিডলঅর্ডাররাও।

এরপর দলীয় স্কোরে ৯ রান যোগ করতে ৫ উইকেট হারায় ইংলিশরা। তবে নবম উইকেটে স্টুয়ার্ট ব্রডের ৩২ রানের কল্যাণে গুটিয়ে যাওয়ার আগে ১৩৬ রান করতে পারে ইংলিশরা।এছাড়া মাইকেল কারবেরি ৪০ রান করেন। জনসন ৪ ও হ্যারিস নেন ৩ উইকেট।

একইদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার (৪৫) ও ক্রিস রজার্স (১৫)।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ৬৫/০; প্রথম ইনিংস: ২৯৫(হ্যাডিন ৯৪, জনসন ৬৪, ব্রড ৬/৮১)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৩৬(কারবেরি ৪০, জনসন ৪/৬১, হ্যারিস ৩/২৮)

(দিরিপোর্ট/এমআই/সিজি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর