thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

বিক্ষোভ সামাল দিতে পাকিস্তানে সর্বোচ্চ সতর্কতা

২০১৩ নভেম্বর ২২ ১৮:১০:০৬
বিক্ষোভ সামাল দিতে পাকিস্তানে সর্বোচ্চ সতর্কতা

দিরিপোর্ট ডেস্ক : পাকিস্তানের ধর্মীয় গোষ্ঠীগুলোর ডাকা বিক্ষোভ সামাল দিতে শুক্রবার সারা দেশে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে দেশটির সরকার। গত সপ্তাহে রাওয়ালপিন্ডিতে জাতিগত সহিংসতায় ১১ জন নিহত হওয়ার জের ধরে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়। খবর ডন নিউজের ।

সহিংসতার ভয়ে রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর ও ইসলামাবাদের মতো বড় শহরগুলোর সব দোকান-পাট, রেস্টুরেন্ট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। পুলিশ শহরগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয়। এছাড়াও কুটনৈতিক গুরুত্বপূর্ণ স্থান এবং দূতাবাসগুলোর জন্যও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

ইসলামাবাদের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দেশটির প্রধান প্রধান শহরে সেনাবাহিনীর পাশাপাশি হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জামাত (এএসডব্লিউজে) এবং মাজলিস-ই- ওয়াহদাত-ই-মুসলিমিনসহ (এমডব্লিউএম) পাকিস্তানের বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়। এ বিক্ষোভে পাকিস্তানের উলামা পরিষদেরও সমর্থন রয়েছে।

(দিরিপোর্ট/এআইএম/এমডি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর