thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

অন্ধ্রপ্রদেশে ‘হেলেনে’র আঘাত : নিহত ২

২০১৩ নভেম্বর ২২ ১৮:১০:১৫
অন্ধ্রপ্রদেশে ‘হেলেনে’র আঘাত : নিহত ২

দিরিপোর্ট ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেলেন। শুক্রবার দুপুর ২টায় আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। খবর এনডিটিভির।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অঞ্চলটিতে প্রবল বর্ষণের পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আরো ১১ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

রাজ্যটির এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানান, রাজ্যের রাজধানী হায়দারাবাদের ৬০০ কিলোমিটার দূরে কৃষ্ণ জেলার মচিলিপাটনামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া পশ্চিম গোদাবারি জেলায় আরেক ব্যক্তি নিহত হয়েছে। একই জেলার উপকূলীয় অঞ্চলে ছয়টি মাছ ধরার নৌকাসহ অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে।

অন্ধ্রপ্রদেশে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। এর ফলে রাজ্যটির ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

ভারতে এর আগে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘ফাইলিনে’র চেয়ে ‘হেলেন’ কিছুটা দুর্বল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

(দিরিপোর্ট/এসকে/এমডি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর