thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

২০১৩ নভেম্বর ২২ ১৮:২৮:৫৫
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মুগদায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলী (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টা এই ঘটনা ঘটে।

মোহাম্মদ আলীর সহকর্মী আশরাফুল ইসলাম জানান, মুগদা কাঁচাবাজারের পাশে নির্মাণাধীন ছয়তলা ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতায় সে পড়ে যায়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আলীর বাড়ি লালমনিরহাট জেলায়।

ডিএমসি পুলিশ ফাঁড়ির পরিদর্শক দিরিপোর্টকে জানান, আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।

(দিরিপোর্ট/এসআর/এমএআর/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর