thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বিজেএমসিকে বাঁচালেন তপু

২০১৩ নভেম্বর ২২ ১৯:১৬:৩৫
বিজেএমসিকে বাঁচালেন তপু

দিরিপোর্ট প্রতিবেদক : মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে প্রথম অঘটনের দিনে বিজেএমসিকে রুখে দিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার নবাগত পুলিশের কাছে হেরেও যেতে পারতো পেশাদার লিগে খেলা বিজেএমসি। তবে ইনজুরি সময়ে গোল করে তপু শুধু বিজেএমসিকে হারের হাত থেকেই বাঁচাননি; নিশ্চিত করে দিয়েছেন দলের এক পয়েন্টও।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম গোলটি পেয়েছিল বিজেএমসি। ১৭ মিনিটে ফেলেক্সের থ্রু পাসে বক্সের বাইরে থেকে সজিবের শট পুলিশের গোলরক্ষক আজম খানের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে মেহেদী হাসান তপুর প্লেসিং শট পুলিশের জাল কাঁপায়। ২৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ফেভারিটদের। প্রতিপক্ষের বিপদ সীমানায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে সজিবের শট গোলরক্ষক আজম ফিস্ট করে কোনো মতে রক্ষা করেন। ফিরতি বলে আবদুল্লাহ পারভেজ ফাঁকা পোস্টে শট করলে তা মাঠের বাইরে চলে যায়। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বিজেএমসি।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেলে পুলিশ। ৭৬ মিনিটের সময় জনির থ্রু পাস থেকে আমিরুল দর্শনীয় প্লেসিং শটে গোল করে সমতায় ফেরান পুলিশকে। ৮৮ মিনিটে বিজেএমসির ডি বক্সে ঢুকে পড়েন বদলি খেলোয়াড় সুজয় মল্লিক। বিজেএমসির গোলরক্ষক গোল বার ছেড়ে সামনে এসে বল নিয়ন্ত্রণে নিতে গেলে অরক্ষিত গোলবার পেয়ে শট নেন কবিরুল ইসলাম। ফেভারিটদের কঠিন পরীক্ষার মুখে ফেলে ২-১ এগিয়ে যায় পুলিশ।

খেলার ইনজুরি সময়ে জটলা থেকে গোল করেন বিজেএমসিকে সমতায় ফেরান তপু। এই ম্যাচে এটি তপুর দ্বিতীয় গোল। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর