thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

টাঙ্গাইলে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৩০

২০১৩ নভেম্বর ২২ ২০:১১:৩৯
টাঙ্গাইলে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৩০

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছয় পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের নিরালমোড় থেকে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সমাবেশ করে। সমাবেশ চলাকালে কয়েকজন কর্মী আশপাশে ঝুলিয়ে রাখা শ্রমিক লীগ ও ছাত্রলীগের ব্যানার ছিঁড়ে পুলিশের দিকে নিক্ষেপ করে। এ সময় পুলিশ সমাবেশ ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা দাবি করেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির গুলিবিদ্ধ হয়েছেন।এ ছাড়াও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডভোকেট শামীম আল মামুন, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জামানসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ ও ২৪ নেতাকর্মী আহত হয়।

এদিকে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম(ওসি) দাবি করেন, সংঘর্ষে অন্তত পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউণ্ড টিয়ার সেল ও ৪৫ রাউণ্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।

(দিরিপোর্ট/এআরটি/এমএইচও/এসবি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর