thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

ড্রোন হামলার বিরুদ্ধে সরকার সোচ্চার : নেওয়াজ

২০১৩ নভেম্বর ২২ ২০:৩৩:১১
ড্রোন হামলার বিরুদ্ধে সরকার সোচ্চার : নেওয়াজ

দিরিপোর্ট ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ বলেছেন, দেশটির ভূ-খণ্ডে চালানো মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে সরকার সোচ্চার রয়েছে। ড্রোন হামলার ব্যাপারে সরকারের নিশ্চুপ থাকার অভিযোগ নাকচ করে দিয়ে শুক্রবার ইসলামাবাদে তিনি একটি ভাষণ দেন। খবর ডননিউজের।

এ সময় গণমাধ্যমের বিষয়ে নেওয়াজ বলেন, ‘কিছু গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, পাকিস্তানে চালানো মার্কিন ড্রোন হামলার বিষয়ে সরকার আন্তরিক নয়। আসলে এ সংবাদ সঠিক নয়।’

তিনি বলেন, ‘পাকিস্তান সরকারের কোনো দ্বৈতনীতি নেই। সরকার সঠিকভাবেই মার্কিন হামলার প্রতিবাদ জানিয়েছে। আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে এ হামলার নিন্দা জানাই।’

তিনি জানান, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সর্বশেষ বৈঠকে তিনি এ বিষয়ে বিশেষ জোর দিয়েছেন। তিনি স্পষ্টভাবেই উল্লেখ করেছেন, পাকিস্তান এ ধরনের হামলা কখনোই মেনে নেব না।

প্রসঙ্গত, অব্যাহত ড্রোন হামলার বিষয়ে ব্যবস্থা না নেওয়ায় বিরোধীদের চাপের মুখে রয়েছে পিএলএম সরকার। আগামী শনিবার এ ইস্যুতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ।

এ সময় নেওয়াজ জানান, সম্প্রতি রাওয়ালপিণ্ডিতে সহিংসতার ঘটনায় জড়িতদের সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার আইনে বিচার করা হবে।

ভাষণে সন্ত্রাসী ঘটনা সম্পর্কিত কোনো বিচারের ক্ষেত্রে বিচারকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথাও উল্লেখ করেন নেওয়াজ।

(দিরিপোর্ট/এসকে/এমডি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর