thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

৫শ কেজি কোকেনসহ সাবেক মিস ইটালি গ্রেফতার

২০১৩ নভেম্বর ২২ ২০:৪৫:৩১
৫শ কেজি কোকেনসহ সাবেক মিস ইটালি গ্রেফতার

দিরিপোর্ট ডেস্ক : দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে মাদক (কোকেন) পাচারের সময় সাবেক মিস ইটালি ও মডেল সামান্থা স্কারলিনোকে (৩২) গ্রেফতার করা হয়েছে। ইটালির মিলানের এক হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর ডেইলি মেইলের।

গ্রেফতারের পর স্থানীয় পুলিশ সামান্থাকে আদালতে সোপর্দ করেছে।

আটক ৫শ কেজি কোকেন ইটালি, বেলজিয়াম, নেদারল্যান্ড, স্পেন ও ফ্রান্সে পাচারের জন্য বহন করা হচ্ছিল বলে জানিয়েছেন প্রসিকিউটররা। এ জন্য সামান্থা পেরুর ৬০ বছর বয়সী গ্যাংলিডারের কাছ থেকে নগদ অর্থ পেয়েছেন।

সামান্থা তার জন্মস্থান পুগলিয়ায় চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে বেশ পরিচিত।

তিনি ১৯৯৯ সালে ১৭ বছর বয়সে মিস ইটালি নির্বাচিত হন।

(দিরিপোর্ট/এসকে/এমডি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর