thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মেহেরপুরে লাশ ফেরত দিয়েছে বিএসএফ

২০১৩ নভেম্বর ২২ ২১:৩০:১০
মেহেরপুরে লাশ ফেরত দিয়েছে বিএসএফ

মেহেরপুর সংবাদদাতা : জেলার সদর উপজেলার সীমান্তবর্তী শৈলমারী গ্রামে দুর্বৃত্তদের হাতে নিহত শফিকুল ইসলামের (২৮) লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

এ বিষয়ে শুক্রবার দুপুর পৌনে তিনটায় কাথুলী সীমান্তের ১৩৩নং আন্তর্জাতিক সীমানা পিলারের ৩-এস পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে বিএসএফ শফিকুলের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবি কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক জানিয়েছেন, তিনি শফিকুলের লাশ গ্রহণ করে সদর থানা পুলিশের এসআই দুলু মিয়ার কাছে হস্তান্তর করেছেন।মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, একটি ডাকাতি মামলার আসামি হয়ে ৭/৮ মাস আগে ভারতের মুরুটিয়া থানার কাকজীপাড়া এলাকায় আত্মগোপন করেন শৈলমারী গ্রামের শফিকুল ইসলাম। সেখানে স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে মঙ্গলবার রাত নয়টায় গলায় ফাঁস ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

(দিরিপোর্ট/এমআর/এমএইচও/এমডি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর