thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

যথাসময়ে টিকফা চুক্তি স্বাক্ষর হবে : পররাষ্ট্রমন্ত্রী

২০১৩ নভেম্বর ২২ ২১:৫৬:২১
যথাসময়ে টিকফা চুক্তি স্বাক্ষর হবে : পররাষ্ট্রমন্ত্রী

দিরিপোর্ট প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের সঙ্গে যথাসময়ে (সোমবার) টিকফা চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্ব নেয়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘এ বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছে। কাজেই এটি যথাসময়ে (সোমবার) হবে।’

শুক্রবার সকাল ১০টার দিকে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের পররাষ্ট্র বিষয়কমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে প্রায় ২ ঘণ্টা বৈঠক করেন।

বৈঠক শেষে আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, ‘দায়িত্ব নেয়ার পর আমি কর্মকর্তাদের কাছ থেকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে সামগ্রিক ধারনা নিয়েছি।’

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে, সরকারের বিদেশনীতির প্রশংসা করে বিভিন্ন সাফল্য তুলে ধরেন।

ঠিক এই মুহুর্তে তিস্তা চুক্তি সই করার পরিস্থিতি হলে কি করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘আপাতত কাজ শুরু করি। ভবিষ্যৎই বলে দেবে কি করতে হবে।’

শুক্রবার ছুটির দিনে যোগদান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে কোনো ছুটির দিন নেই। এখানে ২৪ ঘণ্টাই কাজ চলে।’

সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন, মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে নির্বাচনী কাজ করা কষ্টসাধ্য হতো। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে অংশ নিতে আমি ইতোমধ্যে মনোনয়নপত্র নিয়েছি। মনে হয় না নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিতে আমার জন্য কষ্টসাধ্য হবে।’

সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কর্মকাণ্ড মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে হাসান মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, ‘মূল্যায়ন করা আমার দায়িত্ব নয়।’

বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার নির্বাচনকালীন মন্ত্রিসভার গেজেট প্রকাশ করা হয়।

উল্লেখ্য, মাহমুদ আলী মহাজোট সরকারের মন্ত্রিসভার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি একই সঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

sugar babes

(দিরিপোর্ট/জেআইএল/এমসি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর