thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রুহুল আমিনের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

২০১৩ নভেম্বর ২২ ২৩:৫৩:০১
রুহুল আমিনের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

দিরিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব ও সর্বদলীয় সরকারের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন হাওলাদারের গুলশান-১ এর বাসার সামনে শুক্রবার রাত ৯টায় ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে সুজন মিয়া (১৯) নামে এক নিরাপত্তাকর্মী আহত হয়েছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিকে নিরাপত্তাকর্মী সুজন মিয়া গুলশান ১ নম্বরের ৪৩ নম্বর রোডের একটি বাসা থেকে কাজ শেষ করে নিজের বাসায় ফিরছিলেন। এ সময়ে তিনি গুলশানের ৩৪ নম্বর রোডের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন হাওলাদারের বাসভবনের সামনে পৌছলে দুর্বৃত্তরা পরপর ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে সুজন আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সুজন মিয়া টাঙ্গাইল জেলার কালিহাতি এলাকার শাহজাহান মিয়ার ছেলে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

(দিরিপোর্ট/ডি/এমসি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর