thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

‘অসহযোগিতার রাজনীতিই বাংলাদেশের গণতন্ত্রের মূলধারা’

২০১৩ নভেম্বর ২৩ ০১:৪৫:৫৪
‘অসহযোগিতার রাজনীতিই বাংলাদেশের গণতন্ত্রের মূলধারা’

দিরিপোর্ট ডেস্ক : ভারতের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার সহযোগী বাংলা দৈনিক ‘এই সময়’ শুক্রবার তাদের সম্পাদকীয়তে বাংলাদেশে অসহযোগিতার রাজনীতিই গণতন্ত্রের মূলধারা বলে উল্লেখ করেছে।

‘গণতন্ত্রের ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে ঢাকা’ এই শিরোনামে ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাস তুলে ধরা হয় সম্পাদকীয়তে।

এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে শাহবাগ আন্দোলন এবং হেফাজতে ইসলামের দেশজুড়ে বিক্ষোভের বিষয়গুলোও উঠে এসেছে ওই লেখায়।

সম্পাদকীয়তে বাংলাদেশের রাজনীতিতে দুটি ধারা ফুটে উঠেছে বলে উল্লেখ করা হয়েছে। ‍সেখানে বলা হয়েছে বিএনপি-জামাত জোট হিন্দুদের উপর নির্যাতন করে তাদের মধ্যে ভয় সৃষ্টি করতে চায়। কারণ হিন্দুরা মূলত আওয়ামী লীগের ভোটার। আর ভয় দেখিয়ে তাদের ভোট থেকে বিরত রাখতে পারলে তাতে বিএনপি-জামায়াতের লাভ বলে ওই সম্পাদকীয়তে দাবি করা হয়েছে।

বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা উল্লেখ করে বলা হয়েছে, সেখানে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিধান রাখা হয়। এদিকে ওই সম্পাদকীয়তে দাবি করা হয়েছে যে, দেশে বিএনপির ৩৩ শতাংশ ভোট রয়েছে। তাই এই বিপুল সংখ্যক ভোটারদের সরিয়ে রেখে ভোট করে যে সরকার গঠিত হবে তা যে জনতার কাছে বিশেষ গ্রহণযোগ্য হবে না সেটি শেখ হাসিনা ভাল করেই বোঝেন। তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য হাসিনাকে একটা রফায় পৌঁছতেই হবে বলেও সেখানে বলা হয়েছে।

তাছাড়া প্রধান বিরোধীদের বাদ দিয়ে নির্বাচন করে সরকার গঠন করলে আওয়ামী লীগের গায়ে স্বৈরাচারী ছাপ লেগে যাবে। তখন ‘সেনা ছাউনি’তে জন্ম নেওয়া বিএনপির সঙ্গে তাদের কোন ফারাক থাকবে না বলেও সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে।

তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে সম্পাদকীয়টি শেষ করা হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশের মানুষ সামরিক শাসনে ভীত। তাই এই দুই দলের হাত ধরেই গণতন্ত্রের উত্তরণের দিকে মানুষ তাকিয়ে আছে।

এর আগে গত সপ্তাহে ভারতের ‘দি হিন্দু’ এবং যুক্তরাষ্ট্রের পত্রিকা ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন নিয়ে সম্পাদকীয় লিখেছিলো।

(দিরিপোর্ট/আদসি/এমসি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর