thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষা শনিবার

২০১৩ নভেম্বর ২৩ ০২:০১:১৩
ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষা শনিবার

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ‘চ’ ইউনিটের প্রথমবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে ১২টা ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।

পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আসন বিন্যাসের সকল তথ্য পাওয়া যাবে http://admission.eis.du.ac.bd এই ঠিকানায়। এছাড়া গ্রামীণফোন ছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকেও আসন বিন্যাস দেখা যাবে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের DUGARoll no লিখে মেসেজ পাঠাতে হবে ১৬৩২১ নম্বরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মোট আসন সংখ্যা ১২০ জন।

অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার থেকে এ ইউনিটের ভর্তি পরীক্ষা একটু ভিন্নরকমের হয়ে থাকে। ভর্তি পরীক্ষায় শিল্পের ইতিহাস, বাংলা, সাধারণ জ্ঞানের সমন্বয়ে ১০০ নম্বরের তাত্ত্বিক ও ১০০ নম্বরের ড্রইং পরীক্ষা হয়ে থাকে।

‘চ’ ইউনিটে গতবছর প্রথম হওয়া নাদিয়া ফেরদৌসি নদী বলেন, শিল্পের ইতিহাস ও ভাল আঁকাআঁকি করতে পারলে এ ইউনিটে সহজেই ভর্তির সুযোগ পাওয়া যায়।

(দিরিপোর্ট/জেএইচ/এমএইচও/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর