thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

সৌদি নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ

২০১৩ নভেম্বর ২৩ ০২:০৭:৫৪
সৌদি নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ

দিরিপোর্ট ডেস্ক : লেবাননে রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সৌদি আরব তার নাগরিকদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। চলতি সপ্তাহে রাজধানী বৈরুতের ইরানি দূতাবাসের পাশে পৃথক দুটি বোমা হামলায় ২৫ জন নিহত হওয়ার পর সৌদি দেশটির নাগরিকদের এ নির্দেশ দিলো। খবর গাল্ফনিউজের।

লেবাননে সৌদি রাষ্ট্রদূত আওয়াদ আফসিরি জানান, দেশটিতে অবস্থিত সৌদি নাগরিকদের কাছে লিখিত বার্তা পাঠিয়ে লেবানন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। নাগরিকদের নিরাপত্তা ও ঝুঁকি এড়ানোর কথা বিবেচনা করে এ নির্দেশ দেওয়া হয়।

লেবাননে ইরানি দূতাবাসের কাছে বোমা হামলার ঘটনার দুই দিন পর এই পদক্ষেপটি নিল সৌদি সরকার। এর আগে বোমা হামলা ঘটনার সঙ্গে সৌদি আরবের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করে লেবানন।

(দিরিপোর্ট/এআইএম/এমডি/এমসি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর