thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঢাবির সিনেট অধিবেশন শনিবার

২০১৩ নভেম্বর ২৩ ০৪:০৪:৪২
ঢাবির সিনেট অধিবেশন শনিবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার (ভিসি অফিস)মুনসী শামস উদ্দিন আহমদ দিরিপোর্টকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন হবে। সিনেট অধিবেশনে ভিসির অভিভাষণ ও প্রশ্নোত্তর পর্বসহ সিনেটের নিয়মিত কার্যাবলী থাকবে।’

এদিকে এই বার্ষিক সিনেট অধিবেশনে বিএনপিপন্থি সাদাদলের সিনেট ও সিন্ডিকেট সদস্যরা যোগ দিলেও বিভিন্ন দাবি ও বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে তারা ওয়াক-আউট করতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন জুন মাসে হওয়ার কথা। তবে সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি ও ৩৫ শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন সিনেট সদস্যদের মেয়াদ শেষ হওয়াতে সে সময়ে সিনেট অধিবেশন হয়নি। যে কারণে ২০১৩-১৪ বর্ষের বাজেট সিনেটের মাধ্যমে পাস করা হয়নি। বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে তা পাস করানো হয়।

(দিরিপোর্ট/জেএইচ/এমসি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর