thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

মিশরে মুরসি সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ, নিহত ১

২০১৩ নভেম্বর ২৩ ০৫:৩৬:৩৮
মিশরে মুরসি সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ, নিহত ১

দিরিপোর্ট ডেস্ক : মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের সময় সামির এল-গামাল নামের দশ বছরের শিশু নিহত হয়েছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, শুক্রবার উত্তরাঞ্চলীয় সুয়েজ শহরে সংঘর্ষের সময় ঘটনাস্থলের পাশ দিয়ে দশ বছরের শিশুটি হেঁটে যাচ্ছিলো। এই সময় ওই শিশুর মাথার পেছনে একটি গুলি লাগলে সে ঘটনাস্থলেই মারা যায়।

মুরসিকে উৎখাতের প্রতিবাদে তার সমর্থকরা দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করে যাচ্ছে। এদিকে শুক্রবার সর্বশেষ বিক্ষোভের ঘটনায় সারাদেশ থেকে কমপক্ষে ৩৫ জন আটক করা হয়েছে।

গত ১৪ই আগস্ট নিরাপত্তা বাহিনীর হাতে মুরসিপন্থী ক্যাম্পে হামলায় নিহতদের স্মরণে এই বিক্ষোভ করছিল মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা। একসময় বিক্ষোভকারীরা রাব্বা আল-আদাউইয়া স্কয়ারে ঢোকার চেষ্টা করে।

সুয়েজে প্রায় ৫০০ মুরসি সমর্থক জড়ো হয়ে সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এসময় বিরোধী এবং মুরসি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষ পাথর ও গুলি ছোড়ে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা কাঁটাতার দিয়ে স্কয়ার ঘিরে রাখে এবং বিক্ষোভকারীদের কাঁদানে গ্যাস দিয়ে বিচ্ছিন্ন করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

(দিরিপোর্ট/আদসি/এমসি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর