thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

মেক্সিকোয় ৩৩টি মৃতদেহ উদ্ধার

২০১৩ নভেম্বর ২৩ ০৬:০৭:৩৭
মেক্সিকোয় ৩৩টি মৃতদেহ উদ্ধার

দিরিপোর্ট ডেস্ক : মেক্সিকোর পশ্চিমাঞ্চলে কমপক্ষে ৩৩টি গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক ব্যবসায়ীদের মধ্যে সহিংসতায় এ ধরনের নৃশংস হত্যাকান্ডের শিকার হওয়া ব্যক্তিদের মৃতদেহ আবিস্কারের এটি সর্বশেষ ঘটনা। খবর রয়টার্সের।

লা বার্কার ১৯টি গর্ত থেকে পাওয়া এসব মৃতদেহে নির্যাতনের চিহ্ন ছিল। কর্মকর্তারা জানিয়েছে, অপরাধী সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিল এমন ২৫ জন অপহৃত পুলিশ সদস্য খুজতে তারা অভিযান শুরু করেছে। ধারনা করা হচ্ছে যে মৃতদের মধ্যে কয়েকজন এন্ট্রি গ্রুপের সদস্যদের হাতে নিহত হয়েছে এবং ওই এলাকায় এমন আরও অনেক মৃতদেহ পাওয়া যেতে পারে।

গত কয়েক বছরে মেক্সিকো মাদক ব্যবসায়ীদের সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রতি মাসে মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোয় প্রায় ১০০০ মানুষ নিহত হচ্ছে। দেশটিতে ২০০৭ সাল থেকে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘাতের ঘটনায় প্রায় ৮০০০ মানুষ নিহত হয়েছে।

(দিরিপোর্ট/আদসি/এমসি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর