thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

কেনেডি হত্যার ৫০তম বার্ষিকী পালিত

২০১৩ নভেম্বর ২৩ ০৯:০০:৪২
কেনেডি হত্যার ৫০তম বার্ষিকী পালিত

দিরিপোর্ট ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার ৫০তম বার্ষিকী পালিত হয়েছে শুক্রবার।

ওয়াশিংটন ডিসির কাছে আর্লিংটন ন্যাশনাল সিমেটারিতে অবস্থিত কেনেডির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্যরা। তার স্ত্রী ও দুই সন্তানকেও এখানে সমাহিত করা হয়েছে।

এ উপলক্ষ্যে প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসসহ সব সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।

এছাড়া, টেক্সাসের ডালাসে তার স্মরণে সিম্ফনি অর্কেস্ট্রা পরিবেশন করা হয়। তার মৃত্যুর মুহূর্তে ঘণ্টাও বাজানো হয়। কেনেডিকে গুলি করার স্থান ডেলি প্লাজায় তার স্মরণে মানুষ সমাবেত হয়।

১৯৬১ সালের ২০ জানুয়ারি যুক্তরাস্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কেনেডি। ১৯৬৩ সালের ২২ নভেম্বর ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন তিনি। তিন বছরেরও কম সময় ক্ষমতায় থাকলেও কেনেডিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানিত প্রেসিডেন্ট হিসেবে মনে করা হয়। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর