thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

ইরানের পরমাণু আলোচনায় যোগ দিচ্ছেন কেরি

২০১৩ নভেম্বর ২৩ ০৯:৪০:২৮
ইরানের পরমাণু আলোচনায় যোগ দিচ্ছেন কেরি

দিরিপোর্ট ডেস্ক : ইরানের পরমাণু ইস্যুতে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় যোগ দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

আলোচনায় জার্মানি, ব্রিটেন, ফ্রান্স ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার থেকে চলা এ আলোচনায় উপস্থিত ছিলেন।

এদিকে, ইরানের পরমাণু বিষয়ে দ্বিতীয় দফায় আলোচনা শনিবার তৃতীয় দিনে পৌঁছেছে। ইরানের ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা কমানোর বিনিময়ে দেশটির পরমাণু কর্মসূচি হ্রাসের ব্যাপারে একটি চুক্তিতে আসার ব্যাপারে একমত হতে পারছে না ইরান ও বিশ্বের শক্তিধর ছয় দেশ।

এদিকে, এই আলোচনা ব্যর্থ মহলে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়েছে কয়েকজন মার্কিন সিনেটর।

তবে, প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা না চাপানোর জন্য সিনেটরদের আহ্বান জানিয়েছেন। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বিশ্ব শক্তিধর দেশগুলোকে আরও সময় দেওয়ার কথা বলেছেন।

এর আগে, ইরানের পরমাণু ইস্যুতে ৭ নভেম্বর আলোচনায় বসে ইরান ও বিশ্বের শক্তিধর ছয় দেশ। ওই আলোচনা থেকে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় ২০ নভেম্বর ফের আলোচনা শুরু হয়। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর