thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মিরসরাইয়ে জামায়াত কর্মী খুন

২০১৩ নভেম্বর ২৩ ১০:২৩:০৬
মিরসরাইয়ে জামায়াত কর্মী খুন

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতের এক কর্মী খুন হয়েছেন।শনিবার ভোররাতে উপজেলার শায়েরখালী ইউনিয়নের সমিতিরহাটে তার মৃতদেহ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত জসিমউদ্দিনের (৩০) বাড়ি ওই ইউনিয়নে। তিনি বিদেশ থেকে সম্প্রতি দেশে ফেরেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

জসিমউদ্দিনকে কারা হত্যা করেছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে না পারলেও জামায়াত নেতা এ জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন।

মিরসরাই থানার ওসি ইমতিয়াজ উদ্দিন দিরিপোর্টকে বলেন, রাত ২টার দিকে সমিতিরহাট বাজার থেকে জসিমের মৃতদেহ উদ্ধার করা হয়।

জসিমের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বলছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর