thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

জয় পেল পাকিস্তান

২০১৩ নভেম্বর ২৩ ১০:৫৪:৩০
জয় পেল পাকিস্তান

দিরিপোর্ট ডেস্ক : সিরিজের দ্বিতীয় ও শেষ টোয়েন্টি২০ ম্যচে শুক্রবার ৬ রানে জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করলো সফরকারী পাকিস্তান।

কেপটাউনে টস জিতে ব্যাট করতে নামে সফরকারীরা। দলীয় ২৫ ও ৪৪ রানে আহমেদ শেহজাদ এবং নাসির জামশেদ আউট হলে চাপে পড়ে পাকিস্তান। তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজ ও ওমর আকমলের করা ১০২ রানের ঝড়ো পার্টনারশিপ বড় সংগ্রহ এনে দেয় সফরকারীদের।

মোহাম্মদ হাফিজ ৪১ বলে ৬৩ ও ওমর আকমল ৩৭ বলে ৬৪ রান করেন। ১৬.২ ওভারে মোহাম্মদ হাফিজের আউটের পর শহিদ আফ্রিদি ১৩ রানে অপরাজিত থেকে স্কোরবোর্ডে দলীয় ১৭৬ রান জমা করেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ২টি, পারনেল ও অ্যারন ১টি করে উইকেট লাভ করেন।

১৭৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে হাশিম আমলা ও ডি কুকের ওপেনিং জুটি ৫৮ রান সংগ্রহ করে। ৭.১ ওভারে আফ্রিদির বলে কুক আউট হওয়ার আগে ২৬ রান সংগ্রহ করেন। আফ্রিদির পরের ২ ওভারে প্লেসিস ৬ রানে এবং ডি ভিলিয়ার্স ১৩ রানে ফিরে গেলে ব্যাকফুটে চলে যায় দক্ষিণ আফ্রিকা।

কিন্তু ৫ নম্বরে ব্যাট করতে নামা ডুমিনির ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে স্বাগতিকরা। কিন্তু ১৫তম ওভারে হাশিম আমলাকে ফিরিয়ে দিয়ে সেই স্বপ্নে ফাঁটল ধরান সাইদ আজমল। আমলা ৪৮ রানে আউট হন।

শেষ ওভারে ১৭ রানের দরকার ছিল স্বাগতিকদের। কিন্তু সোহেল তানভিরের করা শেষ ওভারে ১০ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। শেষ পর‌্যন্ত ৬ রানে জয় পায় পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৭৬/৪ (আকমল ৬৪, স্টেইন ২/২৯)

দক্ষিণ আফ্রিকা: ১৭০/৪ (আমলা ৪৮, আফ্রিদি ৩/২৮)

ফল: পাকিস্তান ৬ রানে জয়ী

ম্যাচ ও সিরিজ সেরা: মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)

(দিরিপোর্ট/এমআই/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর