thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

বাঘ রক্ষায় ডিক্যাপ্রিওর ৩ মিলিয়ন ডলার

২০১৩ নভেম্বর ২৩ ১০:৫৭:৪৯
বাঘ রক্ষায় ডিক্যাপ্রিওর ৩ মিলিয়ন ডলার

দিরিপোর্ট ডেস্ক : হলিউডের সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও নেপালের বাঘ রক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের মাধ্যমে নেপালের বাঘের সংখ্যা বৃদ্ধির জন্য ৩ মিলিয়ন ডলার প্রদান করবেন।

এক বিবৃতিতে ৩৯ বছর বয়সী এই হলিউড তারকা জানান, ২০২২ সালের মধ্যে উল্লেখযোগ্যভাবে নেপালে বাঘের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে তিনি সাহায্য করছেন। সেই সঙ্গে তিনি আশাবাদী, শুধু বৃদ্ধি নয় এই সাহায্যের ফলে তা লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে।

ডিক্যাপ্রিও তিনবার একাডেমি অ্যাওয়ার্ড ও দুইবার বাফটা অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করা ছাড়াও নয়বার মনোনয়ন পেয়ে একবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছেন। সাড়া জাগানো ‘টাইটানিক’ ছবিতে জ্যাক চরিত্রে অভিনয়ের জন্য পান বিশ্বব্যাপী পরিচিতি। সূত্র বিবিসি।

(দিরিপোর্ট/এমসি/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর