thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

রাজধানীতে জামায়াতের মিছিল, গাড়ি ভাঙচুর

২০১৩ নভেম্বর ২৩ ১১:৩৬:৫২
রাজধানীতে জামায়াতের মিছিল, গাড়ি ভাঙচুর

দিরিপোর্ট প্রতিবেদক : কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর রামপুরা ও বাড্ডায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগরী জামায়াত। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জামায়াত কর্মীরা পুলিশের একটি গাড়িসহ ৪টি বাস ভাঙচুর ও ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা এলাকার কাচাবাজারের সামনের সড়কে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা মহানগর জামায়াত পাঁচ শতাধিক কর্মী নিয়ে রামপুরা ব্রিজ থেকে বাড্ডা এলাকা পর্যন্ত বিক্ষোভ করে। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন জানান, জামায়াতকর্মীরা মিছিল বের করলে তাদের প্রতিহত করতে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।

(দিরিপোর্ট/ডি/এএস/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর