thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২০ মহররম 1447

পাইলিনের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর

২০১৩ অক্টোবর ১২ ১৬:২৪:২২ ০০০০ 00 ০০ ০০:০০:০০
পাইলিনের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর
দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারত উপকূলমুখী শক্তিশালী ঘূর্ণিঝড় পাইলিনের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। শনিবার দুপুরে এক বিশেষ বুলেটিনে এ সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটারে বাড়ছে। সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত নামিয়ে এর পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাসহ অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়ার অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, ঝড়টি সন্ধ্যায় ভারতের উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।

শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, ঝড়ের আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উড়িষ্যা উপকূলের তিন লাখ মানুষকে ইতমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড় কাছাকাছি আসার পর সেখানে বৃষ্টি শুরু হয়েছে।

পাইলিনের কারণে হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার এ সময়ে ভারতের এ দুই প্রদেশের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

এশীয় দেশগুলোতে সামুদ্রিক ঝড়ের নামকরণের রীতি অনুযায়ী, এবারের ঘূর্ণিঝড়ের নামটি নেওয়া হয়েছে থাইল্যান্ডের আবহাওয়া দপ্তরের প্রস্তাবিত তালিকা থেকে। থাই ভাষায় পাইলিন অর্থ ‘নীলকান্তমণি’।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/অক্টোবর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

পরিবেশ প্রতিবেশ এর সর্বশেষ খবর

পরিবেশ প্রতিবেশ - এর সব খবর