thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে’

২০১৩ নভেম্বর ২৩ ১২:৫৭:৩৯
‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে’

ফেনী সংবাদদাতা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশ অচল করে দেওয়া মানে ১৬ কোটি মানুষকে অচল করে দেওয়া। সংলাপ হোক বা না হোক দলীয় নেতাকর্মীদের চাপে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।

ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে শনিবার সকালে ওভারপাস কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এ কথা বলেন।

তিনি আরো বলেন, মাঠপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। সংলাপ হোক আর না হোক বিএনপি নির্বাচনে না এসে পারবে না। অন্তর্বর্তী নির্বাচনকালীন সরকারের কাজ হলো একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।

বিরোধীদলের দেশকে অচল করে দেওয়ার হুমকির কথা উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, দেশ অচল করে দেওয়া মানে দেশের ১৬ কোটি মানুষের জীবনযাত্রাকে অচল করে দেওয়া। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, অগণতান্ত্রিক আচরণ ও সহিংসতার জন্য নয়। গণতন্ত্র হলো শান্তির পথ। আমরা এখনও আশা করি বিএনপি নির্বাচনকালীন সরকারে যোগ দেবে।

মন্ত্রী বলেন, আমরা প্রধান বিরোধীদলকে নিয়েই প্রতিযোগিতামূলক নির্বাচন করতে চাই। তা না হলে প্রধানমন্ত্রী দুইদলের মহাসচিব পর্যায়ে আলোচনার কথা বলতেন না। তিনি আরও বলেন, এর আগে অনেকে বলেছেন দুই নেত্রী কখনও কথা বলবেন না। কিন্তু আমরা দুই নেত্রীকে ৩৭ মিনিট কথা বলতে দেখেছি।

এ সময় উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হক, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ।

(দিরিপোর্ট/আরএইচআর/এপি/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর