thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নাটোরে দম্পতিকে পুড়িয়ে হত্যা

২০১৩ নভেম্বর ২৩ ১৩:০৩:৪৬
নাটোরে দম্পতিকে পুড়িয়ে হত্যা

নাটোর সংবাদদাতা : শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে এক দম্পতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে লালপুর উপজেলার কুজিপুকুর ধোবাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হাবিবুর রহমান (৬০) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৫০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা হাবিবুর রহমানের নির্মাণাধীন বাড়ির জানালা দিয়ে ঘরে ঢুকে তাকে ও তার স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান হাবিবুর।

গুরুতর অগ্নিদগ্ধ সুফিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, জমি নিয়ে প্রতিবেশী ইব্রাহিম ও আক্কাসের সঙ্গে হাবিবুরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(দিরিপোর্ট/ওএস/এএস/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর