thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চাঁপাইনবাবগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা

২০১৩ নভেম্বর ২৩ ১৪:০১:৪৭
চাঁপাইনবাবগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোরখানাথপুরে শুক্রবার রাতে হাবিব উদ্দীন ভগুকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হাবিব দিননাথপুর গ্রামের সাহেবজানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বজলুর রশীদ জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে হাবিব তার সহযোগী সুফল ঘোষকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় গোরখানাথপুর এলাকায় দুর্বৃত্তরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান হাবিব উদ্দীন। গুরুতর আহত হন সুফল ঘোষ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই হাবিব উদ্দীনকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ছেলে সানাউল্লাহ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আর ২-৩ জনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের জন্য আসামিদের নাম জানাতে চাননি তিনি।

(দিরিপোর্ট/এআরএন/এফএস/এএস/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর