thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

প্যারামাউন্টের উত্তোলন করা অর্থ যাচ্ছে ঋণ পরিশোধে

২০১৩ নভেম্বর ২৩ ১৪:১৯:১৮
প্যারামাউন্টের উত্তোলন করা অর্থ যাচ্ছে ঋণ পরিশোধে

দিরিপোর্ট প্রতিবেদক : উত্তোলিত টাকার প্রায় সম্পূর্ণ ঋণ পরিশোধের কাজে ব্যবহারের জন্য প্যারামাউন্ট টেক্সটাইল কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভূক্ত হচ্ছে। কিন্তু তারপরেও থেকে যাচ্ছে তার চেয়ে ঋণের বড় অংশ।

৫৫ কোটি টাকার প্যারামাউন্ট টেক্সটাইল পুঁজিবাজার থেকে প্রিমিয়ামসহ ৮৪ কোটি টাকা উত্তোলন করেছে। যার মধ্যে ৭৩ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ করা হবে ও ৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হবে মূলধনের কাজে। আর বাকি ২ কোটি ২৯ লাখ টাকা আইপিওতে ব্যয় হবে।

এদিকে কোম্পানি কর্তৃপক্ষ পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে ৭৩ কোটি টাকার ঋণ পরিশোধ করলেও মোট ঋণের পরিমাণ আরো অনেক। প্রসপেক্টাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোম্পানিটি দীর্ঘমেয়াদী ৬৪ কোটি ৭৭ লাখ ও স্বল্পমেয়াদী ৮৯ কোটি ৯৪ লাখ (মোট ১৫৪ কোটি ৭২ লাখ টাকা ঋণ গ্রহণ করেছে বিভিন্ন মাধ্যমে। যার কারণে উত্তোলিত অর্থের ৭৩ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ করলেও বাকি থেকে যাচ্ছে তার চেয়ে বেশি ৮১ কোটি টাকা।

ঋণ পরিশোধের লক্ষে আসা কোম্পানি হতাশাজনক ফলাফল করায় এসব কোম্পানির আইপিও অনুমোদনে নাখোশ ডিএসই’র সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান। যে কারণে ঋণ পরিশোধের লক্ষে যেসব কোম্পানি আইপিওতে আসতে চায় সেসব কোম্পানিকে অনুমোদন না দেওয়ার জন্য বিভিন্ন সময় জোড় আহবান করেছেন নিয়ন্ত্রক সংস্থার কাছে।

১৮.৩১ টাকা শেয়ার প্রতি সম্পদের (এনএভি) প্যারামাউন্ট টেক্সটাইল কোম্পানি ২৮ মূল্যে (প্রিমিয়ামসহ ১৮ টাকা) তালিকাভূক্তির কারণে তা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ২১.৭২ টাকা করে। উদাহরণ স্বরূপ বলতে গেলে কোম্পানিটি যদি তৎক্ষণাৎ বিলুপ্ত হয় তাহলে আইপিও পরবর্তী শেয়ারহোল্ডাররা শেয়ার প্রতি ২১.৭২ টাকা পাবেন ২৮ টাকা বিনিয়োগ করে। আর আইপিও পূর্ববর্তী শেয়ারহোল্ডাররা পাবেন ২১.৭২ টাকা করে তাদের ১৮.৩১ টাকার সম্পদের বিপরীতে। যেখানে আইপিও পরবর্তী শেয়ারহোল্ডাররা লোকসানে পড়বেন ৬.২৮ টাকা আর পূর্ববর্তীরা লাভবান হবেন ৩.৪১ টাকা করে।

একটি কোম্পানির শেয়ার দর নির্ধারণের ক্ষেত্রে তার সাথে প্রিমিয়াম নির্ধারণে গুরুত্ব দেওয়া হয় এনএভির পাশাপাশি বিগত কয়েকবছরের শেয়ার প্রতি আয় (ইপিএস), সুনাম ইত্যাদি। এক্ষেত্রে প্যারামাউন্ট টেক্সটাইল কোম্পানিটির শেয়ার দর নির্ধারণে ব্যতিক্রম হয়নি। কোম্পানিটির উন্নয়ন, সুনাম, আয় ভালো হওয়ায় ১৮ টাকার প্রিমিয়াম পেয়েছেন।

(দিরিপোর্ট/আরএ/এপি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর