thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বরিশালে সুজনের প্ল্যানিং সভা

২০১৩ নভেম্বর ২৩ ১৪:২৩:২২
বরিশালে সুজনের প্ল্যানিং সভা

বরিশাল সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচন ও বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বরিশালে বিভাগীয় পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বিএনডিএন মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এই সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক ও চলমান অর্থনৈতিক ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তিনি আশা করেন চলমান সংকট রাজনীতিবিদরা আলোচনার মাধ্যমে সমাধান করবেন। এ সময় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রতিনিধিদের নির্বাচন-পরবর্তী পরিবেশ ও পরিস্থিতি বিষয়ে তিনি মতামত ব্যক্ত করেন।

বরিশাল জেলা কমিটির সভাপতি আক্কাস হোসেনের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন বরিশাল মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাস চুন্নু, সম্পাদক সুশান্ত ঘোষ, প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল প্রমুখ। সভায় বরগুনা, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি জেলা ও উপজেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর