thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

‘প্রতিবেশী রাষ্ট্রের উস্কানিতে বিরোধী দলের উপর গুলি’

২০১৩ নভেম্বর ২৩ ১৪:৩৬:৩৬
‘প্রতিবেশী রাষ্ট্রের উস্কানিতে বিরোধী দলের উপর গুলি’

দিরিপোর্ট প্রতিবেদক : প্রতিবেশী রাষ্ট্রের উস্কানিতে আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর গুলি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে বিএনপিকে বাদ দিয়ে সরকারের প্রহসনের নির্বাচনের সাহস নাই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানের ৪৯তম জন্মদিন উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ক্ষমতায় থাকার খায়েশ কমিয়ে দেন। ভারত প্রেম থেকে বিরত থাকেন। তত্ত্বাবধায়ক সরকার মেনে নিন।

তিনি বলেন, কথায় কথায় গুলি ছুঁড়বেন না। প্রতিটি গুলির জবাব দিতে হবে। আওয়ামী লীগকে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য জবাব দিতে হবে।

সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সরকারের নির্দেশ পালন করবেন না। নির্দেশ পালন করলে সময়কালে জবাব দিতে হবে।

সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আফম ইউসূফ হায়দার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।

(দিরিপোর্ট/টিএস-এমএইচ-এসআর/এপি/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর