thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীর নীলক্ষেতে গাড়িচাপায় ছাত্র নিহত

২০১৩ নভেম্বর ২৩ ১৫:১৬:১৩
রাজধানীর নীলক্ষেতে গাড়িচাপায় ছাত্র নিহত

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট থানার গাউসুল আজম মার্কেটের সামনের রাস্তায় যাত্রীবাহী ১৩ নম্বর বাসের চাপায় এক ছাত্র নিহত হয়েছে। তার নাম সাজ্জাদুল ইসলাম শিশির ( ২১)। শনিবার বেলা দেড়টার সময় বাইসাইকেলে করে কাঁটাবন থেকে নীলক্ষেত আসার পথে গাউসুল আযম মার্কেটের সামনে বাসটি তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পথচারী আসিফ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে বেলা ২টার সময় কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতের বাবা শফিকুল ইসলাম ঢাকা মেডিকেলে এসে তার লাশ সনাক্ত করেন।

শফিকুর জানান, তার তিন ছেলের মধ্যে শিশির সবার বড়। সে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় একটি বেসরকারি কলেজে এইচএসসি পড়ত। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্প ইনচার্জ তার ঘটনাটি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি অবহিত করেছেন বলে তিনি জানান।

(দিরিপোর্ট/এস/এপি/জেএম/এমডি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর