thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

২০১৩ অক্টোবর ২০ ১০:৩৬:১৬ ০০০০ 00 ০০ ০০:০০:০০
সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে রবিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা সংবিধান পরিপন্থী ও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র। এর মাধ্যমে বিএনপিকে ছাড়াই নির্বাচন করার ষড়যন্ত্র করছে সরকার। সমাবেশ নিষিদ্ধ করার ডিএমপির ঘোষণা সংবিধান পরিপন্থী। তিনি অবিলম্বে এ আদেশ প্রত্যাহার করারও দাবি জানান।

নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিএনপি ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ ডাকে। একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দেয়। এর মধ্যেই পুলিশ অনির্দিষ্টকালের জন্য মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনকালে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন।

প্রধানমন্ত্রীর ভাষণে পরদিন শনিবার ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/অক্টোবর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর