thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

জাবির সিনেট শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত

২০১৩ নভেম্বর ২৩ ১৫:৪৭:৩৭
জাবির সিনেট শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারি ঐক্য ফোরামের আন্দোলনের মুখে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের কথা রয়েছে।

শনিবার সিনেট নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষক সমিতি, শিক্ষক ফোরামের শিক্ষকদের অনুরোধে ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের অনুমোদনক্রমে অনিবার্য কারণবশত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন স্থগিত করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তীতে শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ।

শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারি ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহছান জানান, ‘শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত করা হলেও উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে ।’

এদিকে চতুর্থদিনের মতো বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মতিন ও উপ উপাচার্য আফসার আহমেদ প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে আছেন।

(দিরিপোর্ট/এএস/এপি/এমডি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর