thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

রান পাহাড় টপকাতে হবে ইংল্যান্ডকে

২০১৩ নভেম্বর ২৩ ১৫:৪৬:২৬
রান পাহাড় টপকাতে হবে ইংল্যান্ডকে

দিরিপোর্ট ডেস্ক : অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনেই ইংল্যান্ডকে ৫৬১ রানের জয়ের জন্য লক্ষ্য বেঁধে দিয়েছে অস্ট্রেলিয়া।দ্বিতীয় ইনিংসে দিন শেষে ২ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ২৪। পিছিয়ে আছে ৫৩৬ রানে।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে ইংল্যান্ড। ব্যাটিং দৈন্য কাটিয়ে উঠতে পারেনি তারা। বিশাল রানের তাড়া করতে নেমে এরই মধ্যে ২ উইকেট খুইয়েছে সফরকারীরা।

সাজঘরে ফিরেছেন ওপেনার মাইকেল কারবেরি (০) ও জোনাথন ট্রট (৯)। কারবেরিকে রায়ান হ্যারিস ও ট্রটকে আউট করেন মিচেল জনসন।

ইংলিশ ব্যাটসমানরা উইকেটে থিতু হতে পারেনি। তাই বলে, শান্ত হয়ে বসে থাকেননি স্বাগতিকরা। রীতিমতো ইংলিশদের নাকানিচুবানি দিয়েছেন তারা।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক (১১৩) ও সতীর্থ ডেভিড ওয়ার্নার (১২৪)। আগেও অ্যাশেজে সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্লার্ক। তবে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করলেও অ্যাশেজে প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়ে উৎফুল্ল ছিলেন ওয়ার্নার।তাই শূন্যে লাফিয়ে মুহুর্তটি উদযাপন করেন এই ব্যাটসম্যান।

তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে সাত উইকেটে ৪০১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৯৫; দ্বিতীয় ইনিংস: ৪০১/৭ ডিক্লে:(ওয়ার্নার ১২৪, ক্লার্ক ১১৩, ট্রিমলেট ৩/৬৯)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৩৬; দ্বিতীয় ইনিংস: ২৪/২(কুক ১১*, পিটারসন ৩*; হ্যারিস ৭/১, জনসন ৭/১)

(দিরিপোর্ট/এমআই/সিজি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর