thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কনস্টেবল

২০১৩ নভেম্বর ২৩ ১৬:০৮:৪৩
অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কনস্টেবল

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর এলিফ্যান্ট রোডে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় মালঞ্চ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

গেন্ডারিয়া মিল ব্যারাকে কর্মরত এএসআই কামরুল হাসান জানান, আনোয়ার হোসেন গেন্ডারিয়া মিল ব্যারাকে কর্মরত আছেন। তিনি ঢাকা জেলা এডিশোনাল ডিআইজি মিজানুর রহমানের দেহরক্ষী।

তিনি আরও জানান, সকালে বাসটি এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে আসলে পথচারীরা তাকে উদ্ধার করে এলিফ্যান্ট রোড জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, তার কাছ থেকে কোনো কিছু খোয়া গেছে কিনা তা জানা যায়নি।

(দিরিপোর্ট/এসআর/এফএস/এমডি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর