thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

পাগল ভক্তের পাল্লায় শ্রুতি হাসান

২০১৩ নভেম্বর ২৩ ১৭:১৮:১৩
পাগল ভক্তের পাল্লায় শ্রুতি হাসান

দিরিপোর্ট ডেস্ক : কয়েকদিন আগে এক পাগল ভক্ত ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের ফ্লাটের ভেতরে জোর করে ঢুকে পড়তে চেয়েছিল। সে সময় শ্রুতি রক্ষা পেয়েছিলেন ঠিকই। কিন্তু ভয়টা তার মধ্যে রয়ে গেছে। শেষমেশ মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করেছেন শ্রুতি।

ঘটনাটি সম্পর্কে গণমাধ্যমের কাছে মুখ খুলেন শ্রুতি। তিনি বলেন, ‘১৯ নভেম্বর সকাল পৌনে দশটায় লোকটি আমার বাসার সামনে আসে। বাসার ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। দরজার ফাঁকে হাত গলিয়ে দেয়। আমি দরজা বন্ধ করতে চেষ্টা করি। সে কবজিতে ব্যথা পেয়ে হাত সরিয়ে নেয়। তারপর নিচে নেমে যায়। আমিও সাহস সঞ্চার করে একটু পর নিচে নামি। আমার এক বন্ধুর বাসায় যাই। সেখানেও গিয়ে শুনি, লোকটি ওখানেও গিয়েছিল।’

শ্রুতি আরও বলেন, ‘আমাকে অনেকদিন ধরেই সে ফলো করছে। আমার যে সব জায়গায় যাতায়াত রয়েছে, লোকটি সে সব জায়গা চিনে। আমার মাথা প্রায় নষ্ট হবার যোগাড়। শুটিংয়েও যেতে পারছি না। শেষমেশ পুলিশে জানিয়েছি। আশা করি, তাড়াতাড়ি শুটিংয়ে ফিরে যেতে পারব।

(দিরিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর