thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

বিরোধপূর্ণ এলাকায় ‘বিমান-প্রতিরক্ষা অঞ্চল’ ঘোষণা চীনের

২০১৩ নভেম্বর ২৩ ১৯:২৮:০২
বিরোধপূর্ণ এলাকায় ‘বিমান-প্রতিরক্ষা অঞ্চল’ ঘোষণা চীনের

দিরিপোর্ট ডেস্ক : পূর্ব চীনসাগরে চীন-জাপান বিরোধপূর্ণ এলাকাকে ‘বিমান-প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছে চীন। খবর বিবিসির।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ অঞ্চল দিয়ে উড়ে যাওয়া যেকোনো বিমানকে অবশ্যই নিয়ম মানতে হবে।

এদিকে চীনের এই ঘোষণার পর এর তীব্র বিরোধিতা করেছে জাপান।

জাপানে ‘সেনকাকু’ ও চীনে ‘দাইয়্যু’ নামে পরিচিত এ দ্বীপটি নিয়ে উভয় দেশের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, কোনো রাষ্ট্রের ভৌগলিক সীমানাই তার প্রতিরক্ষা অঞ্চল। কিন্তু যুক্তরাষ্ট্র, নরওয়ে, জাপান ও কানাডা এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ এলাকাকে প্রতিরক্ষা অঞ্চল হিসেবে ব্যবহার করে। চীন প্রথমবারের মতো কোনো আলাদা এলাকায় এ ধরনের ঘোষণা দিলো।

(দিরিপোর্ট/এসকে/এমডি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর