thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বিদায় নিয়েছে উত্তরা বারীধারা

২০১৩ নভেম্বর ২৩ ২০:১৭:৩২
বিদায় নিয়েছে উত্তরা বারীধারা

দিরিপোর্ট প্রতিবেদক : গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে উত্তরা বারীধারা। শনিবার ওয়ালটন ফেডারেশন কাপে তারা ফেনী সকার ক্লাবের সঙ্গে ৩-২ ব্যবধানে হেরেছে। আগের ম্যাচেও শেখ জামালের সঙ্গে ২-০ গোলে হেরেছিল বারিধারার। ‘এ’ গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে ফেনী সকার।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেনী সকারের জয়ে সবচেয়ে বড় অবদান স্ট্রাইকার আলী হাসানের। দলের তিন গোলের দুটোই তার।

খেলার শুরু থেকেই বেশ গুছিয়ে খেলতে থাকে ফেনী সকার ক্লাব। ৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ফেনী সকার ক্লাব। বিদ্যুতের পাস থেকে বল পেয়ে ডি বঙের বাইরে থেকে দূরপাল্লার শট নিয়ে দলকে এগিয়ে নিয়েছেন ওয়াসিওর ওয়াকালান (১-০)। ৪৫ মিনিটে বারিধারার জিয়াউর রহমানের শট গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসলে ভারতীয় ফুটবলার ফায়াজ আলমের শট জড়িয়েছে ফেনী সকারের জালে (১-১)।

বিরতির পর ৫৪ মিনিটে সকার ক্লাবের ওয়াসীর শট গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসলে জটলা থেকে আলি হাসান দলকে ফের এদিয়ে নিয়েছেন (২-১) । পরের মিনিটেই বারিধারাকে সমতায় ফিরিয়েছেন আবুল কালাম আজাদ সুমন (২-২)। ৮১ মিনিটে আলী হাসানের দ্বিতীয় গোলে ৩-১ এ এগিয়ে যায় ফেনী সকার ক্লাব।(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২৩, ২০১৩)

ডিআরইউক্রীড়ারআরচ্যারিতেআতিক প্রথম

দিরিপোর্ট২৪ প্রতিদেন : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম ইভেন্ট আরচ্যারিতে দৈনিক ইনকিলাবের আতিকুর রহমান প্রথম, আলোকিত বাংলাদেশের শফিক কলিম দ্বিতীয় ও মাই টিভির প্যাট্রিক ডি কোস্টা তৃতীয় হয়েছেন।

শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আরচ্যারি প্রতিযোগিতার উদ্বোধন করেছেন আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ক্রীড়া সম্পাদক মোরসালিন আহমেদ প্রমূখ। প্রতিযোগিতায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

রবিবার তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় ব্যাডমিন্টন ও শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দিরিপোর্ট২৪/এএস/নভেম্বর ২২, ২০১৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর