thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

এমিলির হ্যাটট্রিকে জয় মোহামেডানের

২০১৩ নভেম্বর ২৩ ২০:৪২:৫৭
এমিলির হ্যাটট্রিকে জয় মোহামেডানের

দিরিপোরর্ট প্রতিবেদক : গত মৌসুমে সবচেয়ে সফল দল শেখ রাসেল ক্রীড়া চক্র ছেড়ে এবার মোহামেডানের জার্সি গায়ে তুলেছেন এমিলি। মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপে নিজের যোগ্যতা প্রমাণে সমর্থ হলেন দেশসেরা এ ফরোয়ার্ড। নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে গুনে-গুনে দিলেন ৩ গোল। দল জিতল ৫-২ গোলে।

মোহামেডানের হয়ে অপর দুটি গোল করেছেন জাহিদ ও ওয়াহেদ। এ জয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের। আর টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হল রহমতগঞ্জের।

এদিকে অন্য ম্যাচে ফেনী সকার ক্লাবের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিশ্চিত হয়েছে পেশাদার লিগের নতুন দল উত্তর বারিধারার। প্রথম ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে হেরেছিল তারা। এ ম্যাচের পরই গ্রুপ এ থেকে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেছে ফেনীর সকার ও ধানমণ্ডি ক্লাবের।

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর