thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

অধ্যাপক আবদুর রাজ্জাক স্মরণে আলোচনা সভা

২০১৩ নভেম্বর ২৩ ২২:২২:০৫
অধ্যাপক আবদুর রাজ্জাক স্মরণে আলোচনা সভা

ঢাবি প্রতিবেদক : জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে শনিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় রিডিং ক্লাব আয়োজিত এই সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আলোচক হিসেবে আরো ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক মনসুর মুসা ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিডিং ক্লাবের পরিচালক আরিফ খান।

প্রধান আলোচকের বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘রাজ্জাক স্যার সত্যিকার অর্থেই একজন স্যার, সত্যিকার অর্থেই একজন গুরু ও সত্যিকার ভাবেই একজন প্রথিতযশা ব্যক্তি। তিনি ছিলেন মেধার ভক্ত। ব্যক্তি জীবনে পরোপকারী একজন।’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘স্বাধীনতার ৪২ বছর পরেও একটি প্রশ্ন কাল হয়ে দাড়িয়েছে, আমাদের অর্থনীতি এগিয়ে গেলেও রাজনীতি কেন পিছিয়ে পড়ছে? তাই এ সমস্যার সমাধান জানতে আবদুর রাজ্জাকের গবেষণা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।’

মনসুর মুসা তার স্মৃতিচারণায় বলেন, ‘আবদুর রাজ্জাক কোনো বিষয়ে ভাসা ভাসা জানতেন না। খুঁটিনাটি বিষয়ে তার অগাধ জ্ঞান ছিল। জ্ঞানভান্ডার হয়ে উঠার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’

আবুল খায়ের লিটু তার বক্তৃতায় বলেন, আবদুর রাজ্জাক আমার চাচা। তার বিষয়ে বলে শেষ করা যাবে না। তবে আজকে আমি আনন্দিত। আবদুর রাজ্জাককে আজকের প্রজন্ম তাদের মতো স্মরণ করছে।

আলোচকরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান সাধনার পথে রাজ্জাককে জানার ও তার পদ্ধতি অনুসরণের আহবান জানান।

আবদুর রাজ্জাকের জন্ম ১৯১৪ সালের ১ জানুয়ারি। তিনি প্রয়াত হন ২৮ নভেম্বর ১৯৯৯। ১৯৭৫ সালে সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে। আহমদ ছফা তাকে নিয়ে ‘যদ্যপি আমার গুরু’ নামে একটি বই রচনা করেন। এছাড়া সরদার ফজলুল করিম তাঁর সাথে আলাপচারিতার ওপর ভিত্তি করে একটি বই লিখেছেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ : অধ্যাপক আব্দুর রাজ্জাকের আলাপচারিতা।’

(দিরিপোর্ট/জেএইচ/এইচএস/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর