thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বান্দরবানে ইয়াবাসহ ২ যুবক আটক

২০১৩ নভেম্বর ২৪ ০১:২৫:৫১
বান্দরবানে ইয়াবাসহ ২ যুবক আটক

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানে ইয়াবাসহ জেলা মহিলা লীগের সেক্রেটারির ছেলে ক্যচিং উ মারমা (১৮) ও মিজানুর রহমান মিজানকে (১৮) আটক করেছে ডিবি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও সদর থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে শনিবার বিকেল সাড়ে ৩টায় শহরের উজানী পাড়ার জমজম হোটেলে অভিযান চালানো হয়।

এ সময় দোতলার একটি কক্ষে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছে ১১০ পিস ই্য়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জেলা মহিলা লীগের সেক্রেটারি ওমেনু মারমার ছেলে ক্যচিং উ মারমার নেতৃত্বে একটি চক্র ইয়াবা ব্যবসা করে আসছিল।

আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় আটকদের বিশেষ আদালতে সোর্পদ করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

(দিরিপোর্ট/জেআর/এমএইচও/এনডিএস/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর