thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গাজীপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

২০১৩ নভেম্বর ২৪ ০১:৩০:৫৮
গাজীপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

গাজীপুর সংবাদদাতা : অপহরণের ছয় দিন পর শনিবার গাজীপুরের টঙ্গী থেকে সজীব (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সজীব গাজীপুর এলাকার আবু তালেব মডেল একাডেমির ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গুটিয়া এলাকায় একটি ক্ষেতে লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। নিহত সজীবের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

নিহতের বাবা আবুল হাসেম সাংবাদিকদের জানান, রবিবার বিকেলে খেলতে গিয়ে সজীব নিখোঁজ হয়। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনে ৫ লাখ টাকা দাবি করে।

তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কিছুদিন আগে নিকটাত্মীয়রা সজীবকে অপহরণের হুমকি দেয়।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

(দিরিপোর্ট/এমএমএফ/এমএইচও/এনডিএস/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর