thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গাজীপুরে ছাদ থেকে লাফিয়ে নারী কর্মীর আত্মহত্যা

২০১৩ নভেম্বর ২৪ ০১:৩৮:৫৪
গাজীপুরে ছাদ থেকে লাফিয়ে নারী কর্মীর আত্মহত্যা

গাজীপুর সংবাদদাতা : গাজীপুর মহানগরীর দক্ষিণ খান এলাকায় মাই ওয়ান টিভি কারখানার ছয় তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারীকর্মী আত্মহত্যা করেছেন।ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে।

নিহতের নাম মাসুমা আক্তার (১৮)। মাসুমা ঢাকার মধুবাগ এলাকার বাসিন্দা মাহতাব শেখের মেয়ে।

ধীরাশ্রমের মাইওয়ান ইলেকট্রনিকস্ লিমিটেডের (মাইওয়ান টেলিভিশন) মাসুমার সহকর্মী ফাহিমা সুলতানা জানান, কারখানার ৬ তলায় বসে দুপুরের খাবার খাচ্ছিল মাসুদা। এমন সময় খবর পাই কারখানার ছাদ থেকে মাসুমা নিচে লাফিয়ে পড়েছে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আত্মহত্যার রহস্য জানা যায়নি বলেও জানান ফাহিমা সুলতানা।

গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সাইফুল ইসলাম জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। মাসুমার লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মাই ওয়ানের প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমান জানান, নিহত মাসুমা আক্তার ১ নভেম্বর ঢাকার মিরপুর ইউসেপ স্কুল থেকে ট্রেড কোর্স পাস করে এ কারখানায় চাকরিতে যোগদান করেন।

(দিরিপোর্ট/এমএমএফ/এফএস/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর