thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুমিল্লায় স্বর্ণের দোকান লুট, কর্মচারী খুন

২০১৩ নভেম্বর ২৪ ০১:৪৯:৩৬
কুমিল্লায় স্বর্ণের দোকান লুট, কর্মচারী খুন

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকান লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের গুলিতে গোপাল সরকার (২৫) নামে এক কর্মচারী খুন হন।

নগরীর ছাতিপট্টি এলাকার অজিতগুহ কলেজের সামনে শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় খান জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

নিহত গোপাল সরকার জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের স্বপন সরকারের ছেলে। এ ঘটনায় দিলীপ (৪০) নামে এক পথচারি গুরুতর আহত হয়েছেন ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৭টায় ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত হঠাৎ চারদিক থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। মুহূর্তের মধ্যে ছাতিপট্টি এলাকায় সব স্বর্ণের দোকানসহ অন্যান্য দোকানগুলো বন্ধ হয়ে যায়। রাস্তায় ও ফুটপাতে থাকা সাধারণ মানুষ দিক-বিদিক ছোটাছুটি করতে থাকে।

এ সময় নগরীর ব্যস্ততম ছাতিপট্টি, চকবাজার, রাজগঞ্জ এলাকা ফাঁকা হয়ে যায়। তারপর স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার সময় দোকানের কর্মচারী গোপাল বাধা দিলে দুর্বৃত্তরা তার বুকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গোপাল মারা যান। পরে দুর্বৃত্তরা মাইক্রোবাসে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

(দিরিপোর্ট/এমএইচ/এনডিএস/নভেম্বর ২৪,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর