thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

জবির ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা বর্জন সাদা দলের

২০১৩ নভেম্বর ২৪ ০৩:১৭:১৩
জবির ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা বর্জন সাদা দলের

জবি প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা বর্জন করেছে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িতদের পুলিশে সোপর্দ করলেও একই দাবিতে শেষ ভর্তি পরীক্ষায় এসে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

প্রতিবছরের মতো এবারও সাদা দলের ভর্তি পরীক্ষা বর্জনকে নাটক বলে অভিহিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক।

ভর্তি পরীক্ষা বর্জনের ব্যাপারে সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন দিরিপোর্টকে বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

তবে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িতদের থানায় সোপর্দ করা হলেও এ ধরনের সিদ্ধান্ত কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘থানায় সোপর্দ করা হলেও তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’ অভিযুক্তদের ছেড়ে দেওয়ার বিষয়টি অনেক পুরনো এবং শেষ পরীক্ষার দিন এসে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো- এর উত্তরে তিনি বলেন, ‘আমরা এতদিন কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলাম।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান দিরিপোর্টকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সফলভাবে ভর্তি পরীক্ষায় জালিযাতির সঙ্গে জড়িতদের ধরে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে। কিন্তু আটকদের ছেড়ে দেওয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু করার নেই।’

উল্লেখ্য, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়।

(দিরিপোর্ট/ এলআরএস/এনডিএস/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর