thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শাবিপ্রবিতে এরশাদের কুশপুত্তলিকা দাহ

২০১৩ নভেম্বর ২৪ ০৫:০৪:৩৮
শাবিপ্রবিতে এরশাদের কুশপুত্তলিকা দাহ

সিলেট সংবাদদাতা : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের কর্মীরা জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কুশপুত্তলিকায় জুতা পেটা ও পরে আগুন দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শনিবার বেলা ২টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে একটি মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলের পর কুশপু্ত্তলিকা দাহ করা হয়।

এ বিষয়ে শাবি ছাত্রদলের আহ্বায়ক এসএম জাহাঙ্গীর আলম বলেন, ‘এরশাদ জাতীয় বেঈমান। তিনি রাজনীতি নিয়ে জাতির সঙ্গে খেলা করছেন। সকালে-বিকেলে রাজনৈতিক মত পরিবর্তন করা এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। রাজনীতি নিয়ে তার এমন আচরণের প্রতিবাদ জানাতেই আমরা এরশাদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছি, থুতু ফেলেছি ও আগুনে পুড়িয়েছি।’

(দিরিপোর্ট/এমজেসি/এফএস/এনডিএস/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর